Recent News

  • কোতয়ারী থানা, রংপুর পুলিশ কর্তৃক গত 24/10/19 তারিখে 370 পিচ ইয়াবা ট্যাবলেট ও একটি মোটর সাইকেল সহ 2 জন আটক

    ২৪ অক্টে, ২০১৯, ১৮.৪৫ ঘটিকায় ৪নং সদ্যপুস্কুরনী ইউনিয়নের পালিচড়া বাজার হইতে ভূরারঘাটগামী পাকা রাস্তায় বড় পূলের উপর, (১) মোঃ রফিকুল ইসলাম @ মিলন (২৬), পিতা- মোঃ আরেজ উদ্দিন স্থায়ী : গ্রাম- গোপালপুর (গোপালপুর নয়াপাড়া) , (২) মোঃ সাদ্দাম হোসেন (২৫), পিতা- মোঃ আলতাব হোসেন স্থায়ী : গ্রাম- গোপালপুর (গোপালপুর নয়াপাড়া) , উভয় থানা- বদরগঞ্জ, রংপুর‘দ্ব‘কে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি নম্বর প্লেট বিহীন মোটরসাইকেলসহ গ্রেফতার।

  • Give a Reply

Recent News